সিরাজগঞ্জের ইলিয়ট ব্রীজের উপর জিপ গাড়ীর উপরের ঢাকনা সরিয়ে ভিডিও করছিল যুবক রবিউল আজিম তনু। হঠাৎ অসাবধানতাবশত ব্রীজের বারের সাথে মাথার পিছনে ধাক্কা লাগে। গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। সে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করত।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সেরাজুল ইসলাম জানান, শহরের এস.এস রোডে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে ঢাকা থেকে আসে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীসহ কয়েকজন যুবক।
ভোর পাঁচটার দিকে তিনজন প্রাইভেটকার নিয়ে ইলিয়ট ব্রীজের উপর দিয়ে যাচ্ছিল। এসময় তনু গাড়ীর উপরের ঢাকনা সরিয়ে ভিডিও করছিল। এ অবস্থায় ব্রীজের উপরে থাকা বারের সাথে মাথার পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে সে গুরুত্বর আহত হয়।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তনুকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, লাশ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। গাড়ীটি জব্দ করা হয়েছে।