যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে। তাই নির্বাচনকে সামনে রেখে পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। মঙ্গলবার (১৯ জুন) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অভিবাসী স্বামী-স্ত্রীকে বৈধতার লক্ষ্যে আবেদন করার জন্য একটি প্যারোল ইন প্লেস (পিআইপি) পদক্ষেপের কথা বিবেচনা করছে হোয়াইট হাউস।
‘প্যারোল ইন প্লেস’ প্রোগ্রামে তারাই অনুমতি পাবেন, যারা কমপক্ষে ১০ বছর ধরে আমেরিকায় রয়েছেন। একই সঙ্গে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবেন তারা।
মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা করেছে যে আগামী মাসগুলোতে বাইডেন প্রশাসন মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী–স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে।