যে কোনো সময় মুক্তি পেতে পারেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এ তথ্য জানান।
সোমবার (৫ আগস্ট) রাতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শফিকুর রহমান এ তথ্য জানান।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সংসদ বিলুপ্ত, গত জুলাই থেকে যারা মারা গেছেন তাদের নিয়ে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এ সময়ে যারা আটক হয়েছেন তাদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ আলো জ্বলছে বিএনপির কার্যালয়ে, চলছে বিজয় মিছিল
ক্ষমতাসীন আওয়ামী সরকার পতনের পর এবার আলো জ্বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে। দলে দলে ‘ইনকিলাব- ইনকিলাব’ স্লোগানে মুখরিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা। কার্যালয়ে আসতে শুরু করছেন সর্বস্তরের নেতাকর্মীরা।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে এমন চিত্র দেখা গেছে।
এ সময় বিক্ষোভকারীরা সাবেক ডিবি প্রধান হারুন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাবেক সরকারপ্রধান শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ব্যাঙ্গাত্বক স্লোগান দিতে থাকেন।
এছাড়া বিএপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নামে বিজয় মিছিল করতে থাকেন তারা। বিক্ষোভকারীরা ‘হই হই রই রই, কাউয়া কাদের গেলি কই’, ‘হই হই রই রই ডিবি হারুন গেলি কই’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর ‘ভুয়া ভুয়া’ স্লোগানে গণভবন অভিমুখে যাত্রা করেছে লাখ লাখ ছাত্র- জনতা। হাতে জাতীয় পতাকা আর মুখে বিপ্লবের প্রতিধ্বনিতে প্রকম্পিত হচ্ছে গণভবন ও এর আশপাশের এলাকা।