15 C
Dhaka
Monday, December 23, 2024

হাতিরঝিল থেকে সাংবাদিক রাহানুমার মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের পানি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ বুধবার (২৮ আগস্ট) সকালে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তমেজ উদ্দীন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

উপপরিদর্শক তমেজ উদ্দীন জানান, রাত পৌনে একটার দিকে আরিফ নামের এক ব্যক্তি বাসায় যাচ্ছিলেন। সে সময় তিনি রাহানুমাকে অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখেন। পরে তিনিই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সে সময় চিকিৎসক রাহানুমাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ভারতে গার্লস স্কুলের ভিডিও ক্লিপ ভাইরাল

তমেজ উদ্দীন আরও জানান, আরিফ রাহানুমার কাছে তার মুঠোফোনটি পান। তারপর তার পরিবারকে ঘটনাটি জানান। মা-বাবা ও ভাই হাসপাতালে যান রাতেই। তিনি কীভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

জানা গেছে, রাহানুমা সারাহ বেসরকারি চ্যানেল জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাহানুমার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ