15 C
Dhaka
Monday, December 23, 2024

এবার জানা গেল শিবিরের রাবি শাখার সেক্রেটারির পরিচয়

গত ২৩ সেপ্টেম্বরে সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে এবার সামনে এলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সেক্রেটারির পরিচয়। তার নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ।

মো. নায়েম বিল্লাহ নামের শিবিরের এক নেতা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

শিবিরের এই নেতার মাধ্যমে জানা যায়, মোস্তাকুর রহমান জাহিদ রাবির অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার আগমণ উপলক্ষে রাস্তা হচ্ছে আবু সাঈদের বাড়িতে

আরও জানা যায়, শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষক।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির পরিচয়। তার নাম আব্দুল মোহাইমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ