চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সৌরভ কুমার সাহা ও মো. হারুন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামের জাহাজটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের ৮টি টিম অগ্নিনির্বাপণে কাজ করে।
জানা যায়, আগুন লাগার ঘটনায় পুড়ে যাওয়া মরদেহগুলো জাহাজেই ঝুলছিল। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। এ ছাড়া এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় সৌরভ কুমার সাহা নামে এক ডেক ক্যাডেট মারা গেছেন। ওনার বাড়ি ঝিনাইদহে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।’
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন। তিনি বলেন, সোমবার বেলা পৌনে ১১টার দিকে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে আগুন লাগে।
এটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে আনার কাজ করত। দুর্ঘটনার সময় প্রায় ১১ হাজার টনের বেশি অপরিশোধিত তেল ছিল এ ট্যাংকারে। আগুন নেভাতে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর ও ফায়ার সার্ভিস কাজ করে।