15 C
Dhaka
Monday, December 23, 2024

তারল্য সুবিধা পাচ্ছে দুর্বল ৫ ব্যাংক, দেয়া হয়েছে হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

দেশের দুর্বল ৫ ব্যাংককে তারল্য সরবরাহ করছে সবল ব্যাংকগুলো। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৬টি সবল ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে হাজার কোটি টাকার বেশি তারল্য সরবরাহ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও বিদেশে পাচারের কারণে গত দেড় দশকে অন্তত এক ডজন ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। যেগুলো বাঁচিয়ে রাখতে সবল ব্যাংক থেকে অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।

এরই ধারাবাহিকতায় বুধবার ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকার মতো সহায়তা দিয়েছে সিটি, মিউচ্যুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, ইস্টার্ন ব্যাংক, বেঙ্গল ব্যাংক ও সোনালী ব্যাংক। এই প্রক্রিয়ায় সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্যারান্টিচুক্তি করেছে ৭টি প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ  ছাত্র-জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরো কিছুদিন: আজহারী

কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের ফলে দুর্বল ব্যাংকগুলোর প্রতি আবারও গ্রাহকদের আস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, জালিয়াতি ও লুটপাটে দেশের অন্তত ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে। সে সময় গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইনস্যুরেন্স স্কিম এক লাখ টাকার পরিবর্তে ২ লাখ টাকা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুনঃ  এক ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, অন্য ফ্যাসিস্টকে বসানোর জন্য নয়

তবে দেউলিয়াত্বের পথে থাকা ১০ ব্যাংকের নাম সেদিন উল্লেখ না করলেও গভর্নর আহসান এইচ মনসুর জানান, ৭০ হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল। এরমধ্যে ৩০ হাজার টাকার মতো ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ