23 C
Dhaka
Wednesday, January 22, 2025

অবশেষে জানা গেল পাকিস্তান থেকে আসা সেই জাহাজে যা যা এলো

পাকিস্তানের করাচি থেকে প্রথমবার জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে ২৯৭ টিইইউ’স পণ্য। যার ১১৫ টিইইউ’স টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ।

৬১১ টন পেঁয়াজ আনা হয়েছে ৪২ টিইইউ’স রেফার কনটেইনারে। ১৪ টিইইউ’স কনটেইনারে আলু আমদানি হয়েছে ২০৩ টন।

খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে ৪৬ কনটেইনারে। এসেছে ৩৫ টিইইউস চুনাপাথর। ৬ কনটেইনারে ম্যাগনেশিয়াম কার্বোনেট আনা হয়েছে। কাচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ ১০ কনটেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল কাপড়, রং ইত্যাদি আছে ২৮ কনটেইনারে। একটি কনটেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ।

বন্দর, কাস্টমস, আমদানিকারকসহ বিভিন্ন সূত্রে এসব বিষয় জানা গেছে।

আরও পড়ুনঃ  গভীর রাতে থানা ঘেরাও করলেন ছাত্রীরা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড মেনে চলা একটি আন্তর্জাতিক বন্দর। আমদানিকারকরা এলসির মাধ্যমে পণ্যচালান জাহাজের মাধ্যমে বন্দরে আনবেন। স্ক্যানিংসহ কাস্টম হাউসের নিয়মকানুন মেনে পণ্য খালাস নেবেন তারা। করাচি থেকে আসা পণ্যের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পানামা পতাকাবাহী YUAN XIANG FA ZHAN নামের কনটেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে সোমবার (১১ নভেম্বর)। জাহাজটিতে ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউ’স (২০ ফুট হিসেবে) কার্গো চট্টগ্রাম বন্দরে আনলোড হয়েছে।

আরও পড়ুনঃ  রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। চট্টগ্রাম বন্দরে আনলোড হওয়া পণ্যের মধ্যে কী আছে, ওজন কত, শুল্ক কত এসব কাস্টমস জানবে। আমরা শুধু কনটেইনার প্রতি বন্দরের চার্জ, স্টোর রেন্ট এগুলো আদায় করবো এবং খালাস না হওয়া পর্যন্ত কনটেইনারগুলো বন্দরের জিম্মায় রাখবো।

সূত্র জানায়, ওই জাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৭৩ একক কনটেইনার। এর মধ্যে রয়েছে খেজুর, জিপসাম, স্ক্র্যাপ, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন ইত্যাদি পণ্য। শুধু একটি কনটেইনারে এসেছে মদ।

আরও পড়ুনঃ  জাতীয় নির্বাচন কবে জানালেন ড. ইউনূস

দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’ কয়েকটি দেশের বন্দরকে নতুন রুটে যুক্ত করেছে। জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে আসবে। এরপর চট্টগ্রাম বন্দরে আসবে। আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই চলে যাবে।

জাহাজটির স্থানীয় এজেন্ট রিজেন্সা লাইন্স লিমিডেটের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম থেকে কয়েকটি দেশের বন্দর ঘুরে আবার দুবাই যাবে। আশাকরি এ রুটে জাহাজটি নিয়মিত চলবে।.

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ