17 C
Dhaka
Monday, December 23, 2024

ভারতীয় মসলায় ক্ষতিকর উপাদানের অভিযোগ: পরীক্ষা চালাবে বাংলাদেশও

কিছুদিন আগেই ভারতীয় মসলাসহ ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি শনাক্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। এরও আগে একই অভিযোগে এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের মসলার ওপর হংকং ও সিঙ্গাপুরে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিয়ে বিস্তৃত পরিসরে তদন্ত চালাচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সর্বশেষ নিউজিল্যান্ডও পণ্যগুলো নিয়ে তদন্তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

ভারতীয় মসলার উপাদান নিয়ে বিশ্বব্যাপী চলমান বিতর্কে বাংলাদেশেও উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় মসলার শীর্ষ আমদানিকারক দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এ অবস্থায় বাংলাদেশেও জনস্বাস্থ্যে পণ্যগুলোর প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএসটিআইয়ের রসায়ন পরীক্ষণ উইংয়ের পরিচালক গাজী মো. নুরুল ইসলাম গতকাল বণিক বার্তাকে বলেন, ‘এ ধরনের পরীক্ষা আমাদের স্বাভাবিক রুটিন কাজ না। এটা নতুন ধরনের কাজ। দেশে এসব পরীক্ষার জন্য সব ধরনের যন্ত্রপাতি রয়েছে। তবে এটা এখনই হয়তো হবে না। আমাদের এজন্য প্রয়োজনীয় কেমিক্যাল কিনতে হবে। আমরা তা কেনার উদ্যোগ নিয়েছি। কেমিক্যাল হাতে পেলেই আমরা পরীক্ষা করা শুরু করব।’

বিশ্বব্যাপী মসলাপণ্যের পাওয়ার হাউজ হিসেবে ধরা হয় ভারতকে। ১৮০টি দেশে দুই শতাধিক মসলা ও মসলাজাতীয় পণ্য রফতানি করে ভারত। যার বাজারমূল্য ৪০০ কোটি ডলার। দেশটির অভ্যন্তরীণ মসলা বাজারের আকার ১ হাজার কোটি ডলার, যা এটিকে বিশ্বের বৃহত্তম মসলা ভোক্তা করে তুলেছে। তবে এখন এ বিখ্যাত মসলাগুলোর ব্যবহার নিরাপদ কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড আছে সন্দেহে গত এপ্রিলে ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের বেশ কয়েকটি মসলাপণ্যের বিক্রি বন্ধ করে দেয় সিঙ্গাপুর ও হংকং। ওই মাসেই ইইউর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৫২৭ ভারতীয় খাদ্যপণ্যে রাসায়নিকটির উপস্থিতি শনাক্তের কথা জানায়। বর্তমানে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও অস্ট্রেলিয়া এ দুই জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য নিয়ে তদন্ত চালাচ্ছে। মালদ্বীপ এরই মধ্যে পণ্য দুটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। চলমান এ বিতর্কের মধ্যে নিউজিল্যান্ডেও বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতীয় সেনাদের কেন বাংলাদেশ পরিস্থিতি বিশ্লষণের আহ্বান প্রতিরক্ষামন্তীর

নিউজিল্যান্ড ফুড সেফটির অ্যাক্টিং ডেপুটি ডিরেক্টর জেনারেল জনি বিশপ এক বিবৃতিতে বলেন, ‘ইথিলিন অক্সাইড মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে পরিচিত। নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশেও খাদ্য জীবাণুমুক্ত করায় রাসায়নিকটির ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। যেহেতু এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের মসলা নিউজিল্যান্ডেও পাওয়া যায়, আমরা বিষয়টিতে নজর দিচ্ছি।’

বর্ণহীন গ্যাস ইথিলিন অক্সাইড সাধারণত কীটনাশক হিসেবে ও স্টেরিলাইজিং এজেন্ট (জীবাণুমুক্তকারী) হিসেবে ব্যবহার করা হয়। শুরুতে এটি শুধু চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হতো। পরে কৃষি খাতেও এর ব্যবহার শুরু হয়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) ইথিলিন অক্সাইডকে গ্রুপ ১ কার্সিনোজেন (ক্যান্সার সৃষ্টিকারী উপাদান) হিসেবে শ্রেণীবদ্ধ করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাদ্যে রাসায়নিকটির উপস্থিতির কারণে ইথিলিন গ্লাইকোলের মতো উপজাত তৈরি হতে পারে। কাশির সিরাপে ইথিলিন গ্লাইকোলের কারণে আফ্রিকায় শিশুমৃত্যুর মতো ঘটনাও ঘটতে দেখা গেছে। এছাড়া রাসায়নিকটির সংস্রব লিম্ফোমা, লিউকেমিয়াসহ নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। রাসায়নিকটির ডিএনএকে ক্ষতিগ্রস্ত করার সক্ষমতাই একে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধিকারী উপাদানে রূপ দিয়েছে। এর প্রভাব তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উভয় ধরনেরই হতে পারে। শুধু খাদ্য হিসেবে গ্রহণ নয়, এ রাসায়নিকে দূষিত পণ্য নাড়াচাড়ার মাধ্যমেও উল্লেখযোগ্য মাত্রায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাহিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ শোয়েব বণিক বার্তাকে বলেন, ‘এটি মানবদেহে ক্যান্সার তৈরি করতে পারে। জীবাণুনাশক উপাদানটি খাদ্যপণ্যে এখন কোনো মাত্রাতেই ব্যবহার হওয়ার কথা না।’

তিনি আরো বলেন, ‘‌আমাদের দেশেই পরীক্ষা চালিয়ে খাদ্যে এর উপস্থিতি শনাক্ত করা সম্ভব। এজন্য ল্যাবে উন্নত পদ্ধতি ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের বিএসটিআইয়ের ল্যাব সে মানে উন্নীত হয়েছে কিনা, তা তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে।’

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, দেশে মসলার চহিদা ৩৩ লাখ টন। এর মধ্যে স্থানীয় পর্যায়ে ২৭ লাখ টন উৎপাদন হয়। বাকি ছয় লাখ টন বিদেশ থেকে আমদানি করা হয়। এজন্য সরকারের প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকার বেশি আমদানিতে ব্যয় হচ্ছে। আর দেশে বছরে ৩০ হাজার কোটি টাকার মসলার বাজার বিদ্যমান। আর মসলার চাহিদার একটা বড় অংশ পূরণ হচ্ছে বিদেশ থেকে আমদানির মাধ্যমে, যার প্রধানতম উৎস ভারত।

দেশের বাজারে ভারতীয় মসলায় এমন কোনো উপাদান পেলে তা বাজার থেকে প্রত্যাহারের দাবি তুলছেন ভোক্তা অধিকার-সংশ্লিষ্টরা। এ ধরনের উপাদান শনাক্ত হলে সরকারের পদক্ষেপ কী হবে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘আমরা বাজারে পণ্যের দাম বৃদ্ধির বিষয়টি দেখি। ক্ষতিকর উপাদান শনাক্ত করার ল্যাব নেই আমাদের। এটা বিএসটিআইয়ের কাজ। তবে আমাদের বাজারের মসলায় যদি এমন ক্ষতিকর কিছু পাওয়া যায়, তাহলে আমরা তা বাজার থেকে তুলে দেব, যেভাবে আমরা বিভিন্ন ভেজাল পণ্য বাজার থেকে তুলে দিই।’

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম-মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী

সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বণিক বার্তাকে বলেন, ‘নিয়মিত কার্যক্রম হিসেবে আমরা বাজার থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে থাকি। সেখানে কোনো সমস্যা পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তবে মসলার বিষয়টি আমরা আমলে নিয়ে খোঁজ নিচ্ছি। পরে এ বিষয়ে বলতে পারব।’

দিল্লিভিত্তিক এমডিএইচ বাজারে ৬০ ধরনের বেশি গুঁড়া মসলা এবং গরমমসলা সরবরাহ করছে। অন্যদিকে এভারেস্ট ফুড প্রডাক্টস জানিয়েছে প্রতিষ্ঠানটি ৮০টিরও বেশি দেশে নিজেদের পণ্য রফতানি করে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২১ সাল থেকে এ পর্যন্ত সালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে এমডিএইচ মসলার যুক্তরাষ্ট্রমুখী চালানের মধ্যে গড়ে ১৪ দশমিক ৫ শতাংশ চালান প্রত্যাখ্যান হয়েছে। ২০১৪ সালে জৈবরসায়ন বিশেষজ্ঞ ঈপ্সিতা মজুমদার কলকাতার জনপ্রিয় মসলা ব্র্যান্ডগুলোর ওপর পরীক্ষা চালিয়ে এর সঙ্গে যুক্ত খাবারের রঙের মধ্যে সিসার উপস্থিতি খুঁজে পেয়েছিলেন। এছাড়া গত মাসে গুজরাটের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৬০ হাজার কেজির বেশি ভেজাল মসলা জব্দ করেছে।

বর্তমানে ভারতের ফেডারেল সরকার সব রাজ্য সরকারকে মসলার মান পরীক্ষার নির্দেশ দিয়েছে। ইথিলিন অক্সাইড ব্যবহার পরীক্ষায় রফতানিকারকদের জন্য নির্দেশিকা জারি করেছে৷ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়াও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও বলছে, মসলাসহ খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে ভারত কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ