মাজার, বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও (হামলা) হয়েছে, ভাঙচুর করা হয়েছে। একটি জায়গায় হলেও আমরা সহ্য করবো না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার—এই ব্যাপারে শূন্য সহিষ্ণু।’
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন জায়গায় মাজারে হামলা-ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তখনও সরকারের পক্ষ থেকে এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। পরের কয়েক মাসে তা কমে আসে।
সম্প্রতি ময়মনসিংহ শহরে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে হামলা চালিয়ে মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর গভীর রাতে কয়েকশ মাদ্রাসা ছাত্র হামলা চালিয়ে ২০০ বছরের পুরোনো মাজারের একটি অংশ ভেঙে ফেলে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহরের রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও।