16 C
Dhaka
Wednesday, January 22, 2025

‘বেশি লাগতে আইসো না সাব্বির’, মাঠে মেজাজ হারালেন তামিম

বিপিএল সিলেট পর্বে মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তিও পেতে হয়েছিল। এবার চট্টগ্রাম পর্বের শুরুর দিনে ফের মেজাজ হারালেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ান তামিম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিল বরিশাল। ইনিংসের নবম ওভারে মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। ১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালান তখন ক্রিজে ছিলেন। লঙ্কান স্পিনার চতুরঙ্গা ডি সিলভার একটি ডেলিভারি লং অফে শট খেলে সিঙ্গেল নেন তামিম। বল ধরে সেটা আবার বোলার বা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেলে দেন ফিল্ডার সাব্বির।

আরও পড়ুনঃ  এবার হাসিনার মেয়ে পুতুলের ভয়াবহ দুর্নীতি ফাঁস!

বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল। উত্তেজিত হয়ে পড়েন। ক্রিজে দাঁড়িয়েই সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায়। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, এ সময় তামিমকে বলতে শোনা গেছে, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন।

আরও পড়ুনঃ  ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে বললেন ট্রাম্প

এদিন ঢাকার বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম। যদিও পুরস্কার বিতরণীতে তাকে দেখা যায়নি। তার বদলে আসেন বরিশালের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। পরে জানা যায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ মঞ্চে উঠতে দেরি করাটা পছন্দ হয়নি তামিমের। সেখান থেকে চলে আসেন তিনি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ