15 C
Dhaka
Monday, December 23, 2024

ডিপজলের গরুর হাটে শিল্পীদের চাকরির আশ্বাস মিশার

আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল। আর সেই হাটে অসহায় ও দুস্থ শিল্পীদের কাজ বা চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

বিষয়টি জানিয়ে তিনি বলেন, আপনারা শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা গাবতলীর হাট ইজারা নিয়েছে। আমি ভাইকে বলে রাখছি—‘‘ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে।’’ আপনারা যারা যারা কাজ করতে আগ্রহী, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের পরিচালকদের বলব—‘‘তোমার ক’জন লাগবে দাও।’’ এত বড় গাবতলী হাট! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা, এখানে যারা কাজ করতে আগ্রহী।

আরও পড়ুনঃ  মডেল হতে চেয়েছিলেন শিলাস্তি রহমান

বোটানিক্যাল গার্ডেনেও শিল্পীদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে মিশা বলেন, বোটানিক্যাল গার্ডেনেরও ইজারা নেওয়া হচ্ছে, সেখানেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দেবেন। এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরোনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।

এর আগে, শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দিবেন বলে আশ্বাস দিয়ে হেলেনা জাহাঙ্গীর বলেছিলেন, আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।

আরও পড়ুনঃ  বিয়ের পর নারীরা কখন এবং কেন পরকীয়ায় আকৃষ্ট হয়?

এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। এবারও ব্যতিক্রম নয়; শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ