25 C
Dhaka
Monday, December 23, 2024

তেল আবিবে ঢুকে গেল দুটি ড্রোন, অতঃপর…

ইসরায়েলের তেল আবিব উপকূলে দুটি মানবহীন ড্রোন ঢুকে পড়ে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরার।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিব উপকূলের আকাশসীমায় দুটি ড্রোন শনাক্ত করা হয়েছে। এই কারণে সেখানে বিমান প্রতিরক্ষা অ্যালার্ম সচল করা হয়।

দুটির ড্রোনের একটি ইসরায়েলি বিমান বাহিনী তেল আবিব মেট্রোপলিটন এলাকার উপকূলের অদূরে প্রতিহত করে। আরেকটি ড্রোন একটি ফাঁকা এলাকায় বিধ্বস্ত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  এক লাফে যত হলো তেল-চিনির দাম!

কিন্তু এই দুই ড্রোন কোথা থেকে এসেছে বা হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় আরও অন্তত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৫ জন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ