অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দিয়ে মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি (ছোট শহর) কিনে নিয়েছেন অনেকে।
শনিবার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে এ স্ট্যাটাসে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক।
আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশ থেকে পাচার কৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত ফ্যাসিস্টরা। পাচারকৃত অর্থের একটা বড় অংশই ইনভেস্ট হয়েছে সেখানে।’
আসিফের এই পোস্টে এক ঘণ্টায় ২৯ হাজার রিঅ্যাকশন পড়েছে। পোস্টতে দেড় হাজারের বেশি মানুষ মন্তব্য করেছেন। আর পোস্টটি শেয়ার করেছেন ৬৭৩ জন।
জয়নুল আবেদিন মন্তব্য করেছেন, ‘‘বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের এই ধরনের ব্যবহার আমাদের দেশের অর্থনীতির জন্য একটি মারাত্মক সংকেত। পতিত ফ্যাসিস্টদের হাতে এই অর্থের বিনিয়োগ দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্রের অংশ। আমাদের জনগণকে সচেতন হতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।’’
আরাফাত হোসেন, ‘‘এদেরকে যদি আইনের আওতায় আনতে না পারেন তাহলে ওরা মাথা ছাড়া দিয়ে উঠবে, এবং আগামীতে আপনাদের অস্তিত্ব রাখবে না,, কারণ ওরা ক্ষমতায় এবং টাকার লোভে যে কোন কিছু করতে বাধ্য থাকে।’’