19 C
Dhaka
Tuesday, December 24, 2024

ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বৃদ্ধাকে হত্যা!

ময়মনসিংহের গৌরীপুরে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফুলজান নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক অন্তঃসত্ত্বা নারীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সাবিকুন্নাহার (২৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের তাঁরা মিয়ার মেয়ে।

সোমবার (৩ জুন) উপজেলার সহনাটি ইউনিয়নে ভালুকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ফুলজান ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। তিনি স্থানীয় বিভিন্ন শারীরিক সমস্যায় ঝাড়-ফুঁক করতেন বলে জানিয়েছেন তার স্বজনেরা। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়।

আরও পড়ুনঃ  রেহানা ফিরছেন লন্ডন, হাসিনাকে না, অস্বস্তিতে টিউলিপ

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাবিকুন্নাহারকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের নাতনি রিপা আক্তার জানায়, সাবিকুন্নাহার পেটের ব্যথা নিবারণের জন্য ঝাড়ফুঁকের জন্য বিকাল ৩টার দিকে তাকে ডেকে নিয়ে যান। দাদুর সঙ্গে ৩০-৩৫ হাজার টাকা ছিল। সেই টাকা তার দাদু সবসময় সঙ্গে নিয়ে চলাচল করতেন। ওই টাকা ছিনতাইয়ের জন্য তাকে শাবল দিয়ে জখম করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ফুলজান মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ