16 C
Dhaka
Tuesday, December 24, 2024

মুরগি ব্যবসায়ীর হাত ধরে উধাও গরুর খামারির স্ত্রী

মাদারীপুরের শিবচরে স্বপ্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূ তার প্রেমিক সাকিল খান (৩৭) এর সঙ্গে পালিয়ে গেছে। এ বিষয়ে স্বামী কামাল ঢালী বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

পালিয়ে যাওয়া স্বপ্না উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকার আবীল ফরাজীর মেয়ে ও একই এলাকার কামাল ঢালীর স্ত্রী। আর সাকিল খান শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের যাদুয়ারচর এলাকার মোহাম্মদ খানের ছেলে। তিনি শিবচর বাজারের একজন মুরগি ব্যবসায়ী বলে জানা যায়।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে করেন কামাল ঢালীকে। বিয়ের পরে তাদের ঘরে দুটি ছেলেসন্তানের জন্ম হয়। যদিও গত ৫ মাস আগে ছোট ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এদিকে গত সাত বছর আগে কামাল ঢালী কাতারে যান। প্রবাসে থাকার সময় স্বপ্নার সঙ্গে পরিচয় হয় সাকিল খানের। পরিচয়ের সূত্র ধরে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে।

আরও পড়ুনঃ  কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় ভারতে পালাচ্ছে অপরাধীরা

তারই জেরে ২০২২ সালের অক্টোবর মাসের ১৫ তারিখে গোপনে কামাল ঢালীকে তালাক দিয়ে বিয়ে করেন সাকিল খানকে। এদিকে গত ৮ মাস আগে দেশে আসেন কামাল। দেশে আসার পরেও কামাল ঢালীর সঙ্গে সংসার করেন স্বপ্না। গত ১৫ জুন ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সবার অজান্তে কামাল ঢালীর ঘরে থাকা ৯ লাখ টাকা ও সাত ভরি সোনা নিয়ে সাকিল খানের সঙ্গে পালিয়ে যায়।

কামাল ঢালী বলেন, স্বপ্না গোপনে সাকিলকে বিয়ে করেছে। এতদিন আমার সঙ্গে সংসারও করেছে। আমি বিদেশ থেকে এসে আমার ভাইয়ের সঙ্গে একটি গরুর খামার করি। ঈদের আগে খামারের গরু বিক্রির ৯ লাখ টাকা স্বপ্নার কাছে দেই। সেই টাকা ও সোনাসহ সাকিলকে নিয়ে পালিয়ে যায় সে। আমি থানায় অভিযোগ দিয়েছি। এর উপযুক্ত বিচার চাই।

আরও পড়ুনঃ  যারা বিতর্কিত কাজ করছে তারা বিএনপি না: সিলেটে শামসুজ্জামান দুদু

শিবচরের নিলখী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ