21 C
Dhaka
Saturday, January 11, 2025

নিজ বসতঘরে থেকে স্বামী-স্ত্রীর ঝুল’ন্ত লাশ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর এলাকার আবু দাউদ শেখ (৪৫) এবং তার স্ত্রী সোহেলী আক্তার লাকির (৩৫) গলায় রশি দেয়া ঝুলন্ত লা’শ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে তাদের নিজ বসতঘরের ফ্যানের সাথে ঝুল’ন্ত অবস্থায় লা’শ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতের কোন এক সময় তারা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃ’ত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত আবু দাউদ শেখ বৈটপুর ফকিরডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ও নিহত সোহেলী আক্তার লাকি আবু দাউদ শেখর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  জবি ছাত্রলীগের বিরুদ্ধে তদন্তে নামলো কেন্দ্রীয় ছাত্রলীগ

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবু দাউদ শেখ ও তার স্ত্রী লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে মৃ’ত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ