19 C
Dhaka
Tuesday, December 24, 2024

তিন সন্তানকে খুনের পর বাকীদের হত্যায় ঘরে আগুন, অভিযুক্ত বাবা গ্রেপ্তার

তিন সন্তানকে খুন এবং ঘরে আগুন দিয়ে পরিবারের অন্য সদস্যদের হত্যা চেষ্টার ঘটনায় অস্ট্রেলিয়ান এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবার হাতে হত্যাকাণ্ডের শিকার তিন শিশুর মধ্যে- পাঁচ মাস বয়সী এক মেয়ে শিশু, দুই ও পাঁচ বছরের দুজন ছেলে শিশু রয়েছে। গত রোববার সকালে অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও জরুরি সেবা বিভাগ। খবর বিবিসি

অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি তিন সন্তানকে হত্যার পর ঘরে আগুন দেন। এতে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার আরও চার সন্তানসহ স্ত্রী। এ ঘটনায় ২৮ বছর বয়সী ওই বাবাকে গ্রেপ্তারের পর হাসপাতালে নেয়া হয়েছে এবং সেখানে তিনি পুলিশ পাহাড়ায় রয়েছে।

আরও পড়ুনঃ  জানা গেল কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা

দেশটিতে পারিবারিক সহিংসতার এ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন অস্ট্রেলিয়ার সরকার পারিবারিক সহিংসতাকে ‘জাতীয় সংকট’ বলে ঘোষণা দেন।

বৃস্পতিবার (১১ জুলাই) তার বিরুদ্ধে আদালতে শুনানি হবে এবং হাসপাতাল থেকেই তিনি এ শুনানিতে অংশ নিবেন।

ওই ব্যক্তি ঘরে আগুন দেয়ার পর স্থানীয় প্রতিবেশীরা উদ্ধারে এগিয়ে আসে। তারা বাসা থেকে জীবিত অবস্থায় চার সন্তান ও তাদের মাকে উদ্ধার করে। তবে দুই ও ছয় বছর বয়সী দুজন ছেলেকে গুরতর অবস্থায় উদ্ধার করলেও পরবর্তীতে তারা মারা যায়। এছাড়া পাঁচ মাস বয়সী এক মেয়ে শিশুর মরদেহ খুঁজে পায় প্রতিবেশীরা।

আরও পড়ুনঃ  সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, নিহত ১০

পুলিশ জানিয়েছে, জীবিত উদ্ধার চার সন্তান ও তাদের মায়ের অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ