মুরাদনগরে ছাত্রলীগের কর্মীদের বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছে শিবির ও ছাত্রদল কর্মীরা। এই ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে সাড়ে ৩ তার দিকে এই ঘটনা ঘটে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ছাত্রলীগের কর্মীদের ছাদ থেকে জোরপূর্বক নিচে ফেলে দেয়া হচ্ছে বা দেয়াল বেয়ে নিচে নামতে বাধ্য করা হচ্ছে।
ভিডিওতে আরও দেখা গেছে, জীবন বাঁচাতে যারা ভবনের রেলিং ও পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করছিলেন তাদের ওপর থেকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করা হচ্ছে। এসময় ভবনের নিচে মৃতের মতো বেশ কয়েকজনকে পড়ে থাকতে দেখা গেছে।
এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, কিছুক্ষণ আগে এই ঘটনার বিষয়ে জেনেছি। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। এই ঘটনায় মামলা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।