ভারতের বিহারে ৫ বছর বয়সী একজন নার্সারির ছাত্র স্কুলে ব্যাগে বন্দুক নিয়ে এসে ১০ বছর বয়সী আরেক স্কুল ছাত্রকে গুলি ছুঁড়েছে। গুলিবিদ্ধ ওই ছাত্র ক্লাস থ্রিতে পড়ে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিতিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলে। আহত ছাত্রটি বাহুতে আঘাত পান। বন্দুকধারী শিশুটির সঙ্গে তার কোন ঝগড়া ছিলোনা।
হাসপাতালের বিছানায় শুয়ে আহত ছাত্র একটি ভিডিওতে জানান, আমি ক্লাসে যাচ্ছিলাম যখন সে তার ব্যাগ থেকে বন্দুক বের করে আমাকে লক্ষ্য করে গুলি করে। আমি তাকে থামানোর চেষ্টা করলে সে আমার হাতে গুলি চালায়।
পুলিশ স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে এবং কীভাবে এত বড় ঘটনা ঘটল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। গুলি করা ছাত্র ও তার বাবাকেও খুঁজছে পুলিশ।
স্থানীয় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, পুরো জেলার সব স্কুলকে শিক্ষার্থীদের ব্যাগ নিয়মিত তল্লাশি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে তারা।