19 C
Dhaka
Tuesday, December 24, 2024

দুর্বৃত্তের হামলায় উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত

নওগাঁয় দুর্বৃত্তের হামলায় সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফি নিহত হয়েছেন। নিহত জামায়াত নেতা কাফির বাড়ি উপজেলার কাওয়াভাসা গ্রামে। তার বাবার নাম মাওলানা আব্দুর রহিম।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ জানান, গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে দলীয় কার্যালয় থেকে মিটিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আব্দুল্লাহ হিল কাফি।

পথে উপজেলার সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে মারপিট শুরু করে পালিয়ে যায় তারা। কিছু পরে দলীয় কিছু লোকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে সড়কের উপরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ আগস্ট) তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, আব্দুল্লাহ হিল কাফির সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাদের মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে যায়। তবে ঘটনাটি রাজনৈতিক কারণে নাকি কেবলমাত্র ছিনতাই করার উদ্দেশ্যে ঘটনা হয়েছে তা এখনো জানা যায়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ