16 C
Dhaka
Tuesday, December 24, 2024

বদলে যাচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট সংশোধন করা হতে পারে।

তিনি আরও জানান, সেই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচিও (এডিপি) সংশোধন করা হতে পারে। পরিকল্পনা উপদেষ্টা এডিপি সংশোধনের জন্য প্রয়োজনীয় সব কাজ করবেন। আমরা অহেতুক সব খরচ বন্ধ করে যুক্তিসঙ্গত করবো।

সোমবার সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

আরও পড়ুনঃ  ১৫ আগস্টের ছুটি বাতিল, কি বলছেন শেখ হাসিনা

শিগগিরই রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কতো বা এর বৃদ্ধি পরিসংখ্যান জানার কাজ চলছে।

এসময় কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে আবারও জানান অর্থ উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারে পাঁচ, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ