16 C
Dhaka
Tuesday, December 24, 2024

শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী মু. তানভীর হায়দার প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শরদেউড়ি, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলাপাড়া ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

আরও পড়ুনঃ পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানের নামে চাঁদাবাজি হত্যা চেষ্টা মামলা

আরও পড়ুনঃ  জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধূরী, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বর্তমান দেবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশারাফুল ইসলাম এমু, সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় আটজনের নামে এবং অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ধান চাল ব্যবসায়ী জয়নুল হক। গত বছরের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী জয়নুজল হক চাঁদা দিতে রাজি না হওয়ায় উপজেলার উপেন চৌকি ভাজিনি এলাকায় গোডাউন ভাঙচুর মারপিট লুটপাট সহ হত্যা চেষ্টা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘মেয়েরা রাত দখল করো’

মামলার অন্য আসামীরা হচ্ছেন মো. শফিক, মো. ইউসুফ আলী (৩৫), মো. আব্দুল মজিদ (৪৫), নূরে কায়দে আজম (৩৫), সাদ্দাম হোসেন। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ।

মামলার এজাহার ও বাদীর সাথে কথা বলে জানা যায় গত ২৮ ডিসেম্বর জয়নুল হক তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসার কাজ করে আসছিল। ওইদিন বেলা তিনটার দিকে তার কাছে আবু বক্কর সিদ্দিক, গিয়াস উদ্দিন চৌধূরী এবং আশরাফুল ইসলাম এমুর নেতৃত্বে একদল ব্যাক্তি সন্ত্রাসী কায়দায় তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করলেই তাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে মারধর শুরু করেন। লোহার রড সহ দেশীয় অস্ত্র দিয়ে জয়নুলকে জখম করে পরে জয়নুল উপায় না পেয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় । এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান এবং আশ্রয় নেওয়া বাড়িতেও হামলা চালান তারা। পরে এলাকাবাসীরা জয়নুলকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  গণপিটুনি খেলেন ঢাবি হল ছাত্রলীগের সাবেক সভাপতি

মামলার বাদী জয়নুল জানান, আসামীরা আমার সাথে আপোষ মীমাংসা করতে চেয়েছিল। পরে আপোষ প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় মামলা দায়ের করতে বিলম্ব হয় বলে জানান তিনি।

দেবীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, এই ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ