বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সভায় বিশৃঙ্খলা ও হট্টগোলের অভিযোগ উঠেছে ছাত্র বেশে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় বিশৃঙ্খলা ও হট্টগোলের সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ির সমন্বয়কদের একজন মাসুদুর রহমান বলেন, “এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্র বেশে আসা ছাত্রলীগ নেতাকর্মীরা দায়ী।”
এর আগে গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মতবিনিময় সভা করেন হাসনাত আবদুল্লাহ। সেখানেও সমন্বয়কদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা নিয়ে হট্টগোল ও হাতাহাতি হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে হাসনাত আবদুল্লাহর অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুনঃ ঢাকার নতুন সিভিল সার্জন ডা. জিল্লুর
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান ঢাকার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন। সাবেক সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমানকে ঢাকার সিভিল সার্জন হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঢাকার সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসকে ওএসডি করে মাদারীপুর শিবচর আইএইচটির অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও গাজীপুরের শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৈয়দ আমিরুল হককে নরসিংদীর সিভিল সার্জন করা হয়েছে।
এমনকি নরসিংদীর সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডা. ফারহানা আহমেদকে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক করা হয়েছে। শিবচর আইএইচটির অধ্যক্ষের দায়িত্বে থাকা ডা. মো. মাসুদ রানাকে গোপালগঞ্জের সিভিল সার্জনের দায়িত্বে পদায়ন করা হয়েছে।
জানা গেছে, ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বিসিএস ২৫তম ব্যাচের স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা। তিনি এর আগে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।