18 C
Dhaka
Wednesday, January 15, 2025

অসুস্থ আমীর হামজা কাউকে চিনতে পারছেননা

মুফতী আমীর হামজা হুজুর খুব অসুস্থ জনিত কারণে ইসলামি কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শোনা যাচ্ছে তিনি নাকি ঠিক ভাবে নাকি কাউকে চিনতে পারছেনা, চোখে ঝাপসা দেখছে,, গতকাল দুপুর থেকে অসুস্থ অনেক।

সকলেই তার জন্য দোয়া করবেন খুব শিঘ্রই যেন আবার আমাদের মাঝে দ্বীন ইসলাম প্রচার করতে পারে আমিন।

বিশেষ দ্রষ্টব্যঃ আগামী ৩০ তারিখ পর্যন্ত সকল ধরনের তাফসীর মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ধর্মীয় ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের ২৪ মে মুফতি আমির হামজাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করেছিলেন।

আরও পড়ুনঃ  ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের বিবৃতি

আরও পড়ুনঃ হিজবুল্লাহর আরেক গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত

লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহর আরেক গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হলেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন। দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। নিহত ওই কমান্ডারের নাম মোহাম্মদ সুরুর। তিনি হিজবুল্লাহর বিমান বাহিনীর একটি ইউনিটের প্রধান ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বৈরুতে আরেকটি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীর কমান্ডার ইব্রাহিম কুয়াবাইসি নিহত হন। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র ইব্রাহিম কুয়াবাইসিকে ইরান সমর্থিত হিজবুল্লাহর রকেট বিভাগের প্রধান হিসেবে বর্ণনা করেছে।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ইসরায়েল বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার ও কয়েক ডজন লঞ্চার লক্ষ্য করে বিমান হামলা চালায়। মূলত এসব অস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলার কথা ছিল।

প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা।

গত সোমবার সকাল থেকে ইসরায়েলের আক্রমণে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জন শিশু রয়েছে। এ ছাড়া হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  নরসিংদীতে চাঁদা না দেয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি

হিজবুল্লাহও চুপ করে বসে নেই। ইসরায়েলের হামলার জবাবে তাদের সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। যদিও গত সপ্তাহে হাজার হাজার পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের জেরে কিছুটা চাপে রয়েছে প্রতিরোধ যোদ্ধাদলটি।

তবে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টির হামলার মধ্যে তাদের মাঝে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা জারি রয়েছে। তাদের থামাতে লেবাননে ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্ররা। যদিও তাদের এই আহ্বান আমলেই নেয়নি ইসরায়েল।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ