18 C
Dhaka
Tuesday, December 24, 2024

সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডার ও ১১ কেভি মুক্তিরচক ফিডারের আওতাধীন মেন্দিবাগ, বেরাহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাও, সাদিপুর, সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মুক্তিরচক, মুরাদপুর ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় বর্বরতা চালানো পুলিশ কর্মকর্তা বরিশালের আ.লীগ নেতার ছেলে

নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ