15 C
Dhaka
Monday, December 23, 2024

পূজার জন্য ধান ক্ষেতে ফুল তুলতে যায় সন্ধ্যা রানী, এরপর যা ঘটলো

নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে সন্ধ্যা রানী দাস (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সন্ধ্যা রানী উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বুধবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বসত ঘরে পূজা দেয়ার জন্য বাড়ির পাশে ফুল তুলতে যান সন্ধ্যা রানী। যাওয়ার পথে ধান ক্ষেতের আইলে তার বাম পায়ে সাপে কাটে। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  গাজীপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

এ সময় তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে প্রথমে ৫০ শয্যা সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এন্টিভ্যানম না থাকায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর ৯টার দিকে তার মৃত্যু হয়।

জানতে চাইলে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, সন্ধ্যা রানীকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাকে ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত প্রেসার বেড়ে হার্ট ফেলিউর বা ব্রেইন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ পড়ুন
জনপ্রিয় সংবাদ