জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি চায় দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি বলছে, সংবিধান বুঝি না, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন মানি না। অপরদিকে আওয়ামী লীগ বলছে, সংবিধানের অধীনেই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।
শনিবার কেন্দুয়া উপজেলার জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মোলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু।
মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তবে ক্ষমতায় গেলে একই চরিত্র হয় আওয়ামী লীগ-বিএনপির। গণতন্ত্র প্রতিষ্ঠায় ১৯৯০ সালে গণআন্দোলন হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের শান্তির কথা চিন্তা করে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকে বিএনপি ও আওয়ামী লীগ দেশের গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে চুন্নু বলেন, ‘সারাদেশের ৩০০ আসনেই জাতীয়পার্টির প্রার্থী দেব।’
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার প্রার্থীর কথা উল্লেখ করে তিনি বলেন, জোটে গেলেও এই আসনের প্রার্থী জসিম, না গেলেও জসিম। তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
উপজেলা পাবলিক হলে শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিত সম্মোলনে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আওয়াল মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুল রহমান খলিল, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, গোলাম রব্বানী, নেত্রকোনা জেলার জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াখত আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আরজু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলার জাতীয়া পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল আওয়াল মণ্ডল সভাপতি, হাবিবুর রহমান খান সহসভাপতি এবং আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।